
আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি ১৫ জুন (রবিবার) উত্তর আয়ারল্যান্ডের ব্রেডির ব্র্যাডি ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হয়। তিন ম্যাচের সিরিজ। প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জয়ের ক্ষেত্রে। সেই ম্যাচে রবিবার রান উৎসব করে আয়ারল্যান্ডকে হারিয়ে ম্যাচ ও সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রেডিতে রবিবার তৃতীয় ও শেষ টি-২০ তে টস হেরে প্রথমে ব্যাট করার পর, ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ২৫৬ রান করে, যা এই সিরিজের সর্বোচ্চ স্কোর। টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ এই রান এনে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন । ৪৪ বলে আট ছক্কা ও সাত চারে তিনি করেন ৯১ রান। ম্যাচের ম্যান অব দা ম্যাচ হয়েছেন তিনিই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লুইস ছাড়া বেশি রান করেছেন হোপ ৫১, কার্টি ৪৯।
ম্যাচে আয়ারল্যান্ডের বোলিং অত্যন্ত দুর্বল ছিল। ম্যাথু হামফ্রিস ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নিলেও কিন্তু বাকি বোলাররা বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছিল। মার্ক অ্যাডায়ার এবং বেঞ্জামিন হোয়াইট যথাক্রমে ৫২ এবং ৫০ রান দিয়েছিলেন তাঁদের বোলিং স্পেলে। এরপর ব্যাট করতে নেমে প্রথমেই ধস নামে আয়ারল্যান্ড ব্যাটিং এ।
২৫৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে ১৯৪ রানে অল আউট করেছে তারা। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আকিল।আর আয়ারল্যান্ড এর হয়ে সর্বোচ্চ রান করেন রস অ্যাডায়ার ৪৮, টেক্টর ৩৮, মার্ক অ্যাডায়ার ৩১।
#WestIndies beat #Ireland 🏏
3 Match #T20I Series 1-0
(12-15 June)
2 Matches Abandoned Due to Rain 🌧️
3rd T20 Scorecard 🏏#WI - 256/5, #IRE - 194/7
Player of the Match - #EvinLewis (91)#IREvWI #WIvIRE #T20Cricket #CricketTwitter #CricketNews #Cricket #WindiesCricket pic.twitter.com/ikeMtEMCuq
— Nishant Dravid (@nishantdravid73) June 15, 2025