
Kuldeep Yadav with Fiancée Vanshika: রিঙ্কু সিং-য়ের মত চলতি মাসে এনগেজমেন্ট হয় ভারতের তারকা ক্রিকেটার কুলদীপ যাদবের। রিঙ্কু ও কুলদীপ দুজনেই উত্তর প্রদেশ থেকে জাতীয় দলের খেলছেন। দিন ১২ আগে ছোটবেলার বান্ধবী বংশিকা (Vanishka)-র সঙ্গে আংটি বদল করেন টিম ইন্ডিয়ার বিষ্ময় স্পিনার কুলদীপ। আজ, সোমবার ইন্সটাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৮৭টি উইকেট মালিক কুলদীপ তাঁর হবু স্ত্রী বা বাগদত্তা বংশিকার সঙ্গে হওয়া আংটি বদল অনুষ্ঠানের সব ছবিগুলি প্রথমে পোস্ট করার পর সেসবগুলি ডিলিট করে দেন কুলদীপ। কুলদীপের ইনস্টা প্রোফাইলে আর বংশিকার সঙ্গে আংটি বদলের কোনও ছবিই দেখা যাচ্ছে না। এরপরই শুরু হয় জল্পনা। তাহলে কি বংশিকার সঙ্গে কুলদীপের সম্পর্ক ঠিক চলছে না?
১২ দিন আগেই কুলদীপ ও বংশিকার আংটি বদল হয়
পরে জানা যায় তেমন কিছুই নয়। কুলদীপের সঙ্গে বংশিকার সম্পর্ক ঠিকই আছে। দুজনের নিয়মিত ফোনে কথাও হয়। তাহলে তিনি কেন পোস্টটা ডিলিট করলেন? নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে ভালবাসা কুলদীপ খুব সম্ভবত চাইছেন না নিজের হবু স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করে প্রচারের আলোয় আসতে। ইংল্যান্ড সফরের ঠিক আগে কোনও রকমভাবেই মনোসংযোগ নষ্ট করতে রাজি নন কুলদীপ। গত ৪ জুন একেবারে ঘরোয়া অনুষ্ঠানে নিজেদের এনগেজমেন্ট সেরেছিলেন কুলদীপ ও এলআইসি কর্মী বংশিকা।কুলদীপের এনগেজমন্ট অনুষ্ঠানে হাজির ছিলেন রিঙ্কু সিংও। কুলদীপ-বংশিকার আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা নভেম্বরে। তারকা ক্রিকেটার রিঙ্কু সিং- সাংসদ প্রিয়া সরোজও নভেম্বরে বিয়ে করবেন।
দেখুন ছবিতে
BREAKING 🚨
Indian cricketer Kuldeep Yadav got engaged just 12 days ago...
But now, all engagement pics with fiancée Vanshika are GONE from Instagram.
Fans are left guessing! 😱#KuldeepYadav #CricketDrama pic.twitter.com/w08ldk1QtX
— Mahendra Singh Jat (@iam_Mahendra34) June 16, 2025
ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে পারেন কুলদীপ
আগামী ২০ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে পারেন কুলদীপ যাদব। কুলদীপই ইংল্যান্ড সফরে ভারতের একমাত্র স্পেশালিস্ট স্পিনার। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর স্কোয়াডে আছেন স্পিনার অলরাউন্ডার হিসেবে। ইংল্যান্ডে এখনও পর্যন্ত একটি টেস্ট খেলছেন কুলদীপ।