অ্যামাজন প্রাইম সদস্য (Amazon Prime Member) কিংবা আমাজন প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীদের জন্যে নতুন বছরে বড় পরিবর্তন আনতে চলেছে অ্যামাজন। সাবস্ক্রিপশন (Amazon Prime Video Subscription) সংক্রান্ত শর্বতালীতে নতুন বছর (New Year 2025) থেকে বেশ কিছু বদল আসতে চলেছে। তাই আপনি যদি প্রাইম সদস্য হয়ে থাকেন তাহলে এই খবর আপনারই জন্যে।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রাইম সদস্যরা ডিভাইসের প্রকারভেদে সর্বোচ্চ পাঁচটি ডিভাইসে লগ-ইন করতে সক্ষম। কিন্তু আগামী বছর থেকে সেই শর্তেই আসতে চলেছে পরিবর্তন। লগ-ইনের ক্ষেত্রে এবার থেকে ডিভাইসের প্রকারভেদ নির্দিষ্ট করে দেবে অ্যামাজন।
আমাজনের হেল্প পেজ থেকে শেয়ার করা তথ্য অনুসারে, ২০২৫ সাল থেকে প্রাইম ভিডিয়োতে লগ-ইন ডিভাইসের প্রকারে একটি নির্দিষ্ট সীমা থাকবে। ব্যবহারকারীরা সর্বাধিক ৫টি ডিভাইসে প্রাইম ভিডিয়ো লগ ইন করতে পারবেন। কিন্তু তার মধ্যে কেবল ২টি টিভি থাকতে পারে সর্বোচ্চ। দুটির বেশি টিভিতে যদি ব্যবহারকারীরা লগ-ইন করতে চান তার জন্যে আলাদা একটি সাবস্ক্রিপশন নিতে হবে। টিভির ব্যবহারে অ্যামাজন রাশ টানলেও স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো সর্বোচ্চ পাঁচটি ডিভাইসে একসঙ্গে উপভোগ করা যাবে প্রাইম ভিডিয়ো। তবে টিভি-র ক্ষেত্রে কেবল দুটি ডিভাইস।
ব্যবহারকারীদের ইমেল মারফত নয়া নিয়মের বার্তা পাঠাচ্ছে অ্যামাজন (Amazon)। প্রাইম সদস্যদের পাঠানো ইমেলে বলে হয়েছে, প্রাইম সদস্য হিসাবে আপনি এবং আপনার পরিবার সর্বোচ্চ ৫টি ডিভাইসে প্রাইম ভিডিয়ো লগ-ইন করে কনটেন্ট উপভোগ করতে পারবেন। কিন্তু ডিভাইসের ক্ষেত্রে কিছুটা রাশ টেনে টিভির সংখ্যা কেবল দুটি করা হয়েছে।