Syria (Photo Credit: X)

দিল্লি, ২৬ ডিসেম্বর:  সিরিয়ার (Syria) দখল নিয়েছেন তাহির আল-শাম। বাশার (Bashar Al-Assad) সিরিয়া ছেড়ে পালাতেই মধ্য প্রাচ্যের এই দেশের দখল নেয় ওই বিদ্রোহী গোষ্ঠী। তাহির আল-শামের দখলে সিরিয়া যাওয়ার পর বাশারের সেনা বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরু হয়। বাশার আল-আসাদের যে অনুগত সেনা বাহিনী রয়েছে, তাদের সঙ্গে তাহির আল-শাম বাহিনীর সদস্যদের সংঘর্ষ শুরু হয়। যার জেরে সিরিয়া সরকারের নয়া সেনা বাহিনীর ১৪ জনের পরপর মৃত্যুর খবর মেলে।

রিপোর্টে প্রকাশ, সিরিয়ার চারটাস প্রদেশে বাশার আল-আসাদের অনুগত বাহিনী হাজির হয়। সেখানেই সিরিয়ার নয়া বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরু হয়। যার জেরে ১৪ জনের মৃত্যুর পাশাপাশি ১০ জনের আহত হওয়ার খবর মেলে। বাশারের অনুগত বাহিনীই ওই কাজ করেছে বলে জানা যায়। যদিও মস্কোয় রাজনৈতিক আশ্রয় নেওয়া সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।