Varun Dhawan on Allu Arjun Arrest (Photo Credits: X)

পুষ্পা ২-র (Pushpa 2) প্রিমিয়ারে মৃত্যু হয়েছিল বছর ৩৫-এর এক মহিলার। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এসে ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ওই মহিলার। সেই ঘটনার জেরে এবার আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। শুক্রবার ১৩ ডিসেম্বর তেলুগু অভিনেতাকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করে তাঁকে আনা হয় হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায়। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার অভাবের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগে সরব হয় মৃত মহিলার পরিবার। সন্ধ্যা থিয়েটারের কর্তৃপক্ষ, অভিনেতা অল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ১০৫ এবং ১১৮(১) সহ আরও কিছু ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে পুষ্পাকে। দক্ষিণী অভিনেতার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান (Varun Dhawan)।

শাহরুখ খানের (SRK) সঙ্গে 'জওয়ান' (Jawan) করার পর বরুণের সঙ্গে 'বেবি জন' (Baby John) ছবিতে কাজ করলেন চলচ্চিত্র পরিচালক অ্যাটলি (Atlee)। বড়দিনে ছবি মুক্তির আগে চলছে প্রচার। শুক্রবার রাজস্থানের জয়পুরে (Jaipur) কটি প্রেক্ষাগৃহে আসন্ন ছবি 'বেবি জন'এর প্রচারে আসেন বরুণ। আর সেখানেই অল্লু অর্জুনের গ্রেফতারি প্রসঙ্গে বলি অভিনেতা বলেন, 'নিরাপত্তার সমস্ত প্রোটোকল দেখভাল করা একা অভিনেতার দায়িত্ব নয়। যে দুর্ঘটনাটি ঘটেছে সত্যিই দুঃখজনক। কিন্তু কারুর একার উপর সেই দায় চাপানো উচিৎ নয়'।

অল্লুর পাশে বরুণ... 

এদিকে অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun) বিরুদ্ধে অভিযোগ, তিনি যে ওই দিন সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-র প্রিমিয়ারের জন্যে আসছেন সেই বিষয়ে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেয়নি তাঁর টিম। ৪ ডিসেম্বর ছবির প্রিমিয়ার উপলক্ষ্যে এমনিতেই ভিড় ছিল প্রেক্ষাগৃহের সামনে। তার মধ্যে আচমকা অভিনেতা চলে আসায় উপচে পড়ে ভক্তের সংখ্যা। ভিড় সামলাতে হিমশিম খায় উপস্থিত পুলিশ এবং থিয়েটার কর্তৃপক্ষ। লাঠিচার্জ করেও ভিড় নিয়ন্ত্রণে আসতে পারেনিপুলিশ। ধাক্কাধাক্কির জেরে ভিড়ের মধ্যে পড়ে যান ওই মহিলা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।