Manmohan Singh (Photo Credits: Facebook)

গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ()। তাঁকে নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। আর এরমধ্যেই তাঁর প্রয়াণের খবর ছড়ালো সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, এদিন গান্ধী পরিবারের অন্যতম সদস্য অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢড়া (Robert Vadra) সন্ধ্যায় আচমকাই একটি টুইট করেন। যেখানে তিনি মনমোহন সিংয়ের প্রয়াণের কথা বলেন। তিনি বলেন, "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনেদের প্রতি সমবেদনা রইল। ধন্যবাদ আপনি দেশের সেবা করার জন্য। আপনার অর্থনৈতিক বিপ্লব এবং দেশে যে প্রগতিশীল পরিবর্তন এনেছেন তার জন্য সকলে আপনাকে সর্বদা স্মরণ করবেন"।

যদিও রবার্ট বঢড়া এই টুইট করার কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে ফেলেন। আর তারপরেই প্রশ্ন উঠছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আদৌ কি বেঁচে আছেন? নাকি এই টুইট নিছকই ভুলবশত করা হয়েছে। ফলে প্রিয়াঙ্কার স্বামীর এই টুইট নিয়ে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে রহস্য। প্রসঙ্গত, বৃহস্পতিবারই আচমকাই শারীরিক অসুস্থতার কারণে দিল্লির এইমসে ভর্তি করা হয় মনমোহন সিংকে।