৯২ বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং (Manmohan Singh)। তাঁর মৃ্ত্যুতে শোকাহত গোটা রাজনৈতিক মহল। মতাদর্শ আলাদা হলেও এই সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার ও পরিজনেদের পাশে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে সমবেদনা জানান তিনি। সেই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই নিয়ে বার্তা দিয়েছেন। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ একাধিক নেতা শোকপ্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ভারত তাঁর অন্যতম বিশিষ্ট নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর নম্র ব্যবহারে মুগ্ধ ছিলেন সকলে। তিনি দেশের অন্যতম বিখ্যাত অর্থনীতিবিদ। সংসদে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি জনগণের উন্নতির কথা ভেবেছে।

 

অন্যদিকে, দেশের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, মনমোহন সিংজি দেশকে সততার মাধ্যমে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্রতা ও অর্থনীতির প্রতি প্রবল জ্ঞান দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল। তাঁর পরিবার ও পরিজনেদের প্রতি সমবেদনা রইল। আমি একজন পরামর্শদাতা ও গাইডকে হারালাম।

এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি মৃত্যুতে আমি স্তম্ভিত ও শোকাহত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওনাকে খুব কাজ থেকে দেখেছি। ওনার পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। দেশের অর্থনীতিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিস। গোটা দেশ তাঁকে মিস করবে এবং আমি ওনার স্নেহ মিস করব। ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল।