নতুন দিল্লি, ৩ নভেম্বর: আজ ৩ নভেম্বর বিহারের ৯৪টি আসনে চলছে দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচন। এদিনই টুইট করে বিহারবাসীকে ভোটদানে আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে 'গণতন্ত্রের উত্সবকে আরও শক্তিশালী' করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। “আজ বিহারে দ্বিতীয় দফার নির্বাচন। সব ভোটারকে অধিক সংখ্য়ায় ভোটদান করে এই গণতন্ত্রের উত্সবকে সফল করার আর্জি জানাচ্ছি। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার বিষয়টি মনে রাখবেন এবং মাস্ক পরবেন।” এ দিন সকাল সকাল ভোট দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, রাজ্যপাল ফাগু চৌহান। ভোট দিয়েছেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান। নীতীশমুক্ত বিহার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
টুইটে প্রধানমন্ত্রী আরও জানান, “ভারতের বিভিন্ন জায়গায় আজ উপ-নির্বাচন চলছে। এই আসনগুলির যাঁরা ভোটার, তাঁদের কাছে আর্জি জানাব, অধিক সংখ্যায় ভোটদান করুন এবং গণতন্ত্রের উত্সবকে শক্তিশালী করে তুলুন।” বিহারে বিধানসভা নির্বাচন ছাড়াও এ দিন উত্তরপ্রদেশ, গুজরাত, ছত্তিসগঢ়, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, নাগাল্যান্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় উপ-নির্বাচন রয়েছে। বিহারের দ্বিতীয় দফায় ভোট হচ্ছে পটনায় বিজেপির শক্ত ঘাঁটি পটনা সাহিব, কুমহর, বাঁকিপুর এবং দিঘায়। অন্য দিকে, নালন্দা জেলার সাতটি বিধানসভা যা নীতীশ কুমারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেখানেও এই পর্বে ভোট হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৮.০৫ শতাংশ। এই ভোটে হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আরজেডি প্রধান লালুপ্রসাদের দুই ছেলে তেজস্বী এবং তেজপ্রতাপ যাদব ছাড়াও রয়েছেন শত্রুঘ্ন সিন্হার ছেলে লভ সিনহা। আরও পড়ুন-Vivaan Shah: এবার করোনা আক্রান্ত নাসিরুদ্দিন শাহর পুত্র ভিভান, রয়েছেন হোম আইসোলেশনে
প্রধানমন্ত্রীর টুইট
बिहार विधानसभा चुनावों में आज दूसरे चरण के लिए वोट डाले जाएंगे। सभी मतदाताओं से मेरी अपील है कि वे भारी संख्या में मतदान कर लोकतंत्र के इस उत्सव को सफल बनाएं। इस दौरान सोशल डिस्टेंसिंग का पालन करने के साथ ही मास्क जरूर पहनें।
— Narendra Modi (@narendramodi) November 3, 2020
‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্রে লড়ছেন। তিনি ওই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক। তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রে। গতবার তিনি বৈশালীর মহুয়া কেন্দ্র থেকে জিতেছিলেন। নীতীশ ফের ক্ষমতায় ফিরবেন, না কি তেজস্বী যাদব দ্বিতীয় দফার ভোটে এই ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। এদিন ছেলে তেজস্বীকে সঙ্গে নিয়ে পাটনায় ভোট দিয়েছেন রাবড়ি দেবী। তিনি বলেন, “বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে তেজস্বীই।” অন্য দিকে, তেজস্বী বলেন, “আমার দৃঢ় বিশ্বাস বিহারের জনতা তাঁদের ভোট দিয়ে ক্ষমতার পরিবর্তন আনবেন।” অন্য দিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “আপনারা ভোট দিন, নিজেদের পছন্দের সরকার বেছে নিন।”