COVID-19 Cases Dropped: দেশজুড়ে করোনায় সক্রিয়ের সংখ্যা কমে ৬.৯%, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১ নভেম্বর: দেশ কমছে করোনায় (COVID-19) সক্রিয় রোগীর সংখ্যা। রবিবার একথাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, পাশাপাশি সংক্ৰমণ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমছে। মন্ত্রক জানিয়েছে,"লাগাতার বেশ কিছুদিন ধরে করোনায় সংক্রমণের হার কমেছে। বর্তমানে চিকিৎসা চলছে ৫ লাখ ৭০ হাজার ৪৫৮ জনের। সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৯১ হাজার ৫১৩ জন।"

মন্ত্রক আরও জানায়, সংক্রমণের নিরিখে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ৬.৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৪৬ হাজার ৯৬৪ জন। এনিয়ে দেশে মোটা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ লাখ ৮৪ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের। দেশে মোট ১ লাখ ২২ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। আরও পড়ুন, ওটিপি দিলেই মিলবে রান্নার গ্যাসের হোম ডেলিভারি, আজ থেকেই বদলাচ্ছে বুকিং নম্বর

আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে ১০ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ৩০৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল ১০ লাখ ৯১ হাজার ২৩৯টি নমুনার পরীক্ষা হয়েছে।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার। একই সময়ে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের। আজ সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ১৯৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন।