বাংলাদেশে আছড়ে পড়ল সাইক্লোন রেমাল (Cyclone Remal)। বাংলাদেশের চট্টগ্রামের উপকূলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কলকাতার উপকণ্ঠে থাকা ক্যানিংয়ে থেকে এখন আর মাত্র ১৯০ কিলোমিটার দূরে সাইক্লোন রেমাল। রেমালের আতঙ্কে কলকাতায় মেট্রো পরিষেবা বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্বাচনী জনসভা বন্ধ রেখে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়লেন রেমাল মোকাবিলায়। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হুগলির চন্দননগর, বৈদ্যবাটি, শেওড়াফুলি, চূঁচড়া, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া সহ নানা ফেরিঘাটের লঞ্চ পরিষেবা শুরু হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের মংলাতে ১২০-১৩৫ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল হবে রেমাল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে ফেলা হয়েছে। মৎসজীবীরা সকলেই ফিরে এসেছে বলে খবর। এনডিআরএফের ১৪টি টিম বাংলার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে। রয়েছে বারতি সতর্কতাও।
দেখুন রেমালের তাণ্ডব ও তার প্রভাবের ভিডিয়ো
#CycloneRemal intensifies into severe cyclonic storm; to hit Bengal. #KolkataAirport Shutdown till morning#Kolkata #Bangladesh #Remal #Storm #Texas #CoxsBazar #TropicalCyclone #Odisha #Khulna pic.twitter.com/INpsRxrLRd
— know the Unknown (@imurpartha) May 26, 2024
কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, রবিবার বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা অবধি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালের একাধিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই মুহূর্তে দমদম এয়ারপোর্টে তিনশোর বেশি বিমান প্রতিদিন যাতায়াত করছে। ফলে বিমান বাতিল হওয়ার কারণে ভোগান্তির শিকার হয়েছে একাধিক যাত্রীরা। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।