বাংলা, ওড়িশা, বাংলাদেশের পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল (Remal) দাপট দেখিয়েছে অসমের একাংশেও। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাণ গিয়েছে ৩ অসমবাসীর। জানা যাচ্ছে মৃতদের মধ্যে একজন স্কুল পড়ুয়াও রয়েছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে অসম সরকার। সরকারের তরফ থেকে জানানো হয়েছে রেমালের কারণে বিগত ২৪ ঘন্টায় একনাগাড়ে বৃষ্টি হয়েছে। যার ফলে জলমগ্ন ১০টি জেলা। ওই এলাকাগুলিতে ইতিমধ্যে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
রেমালের কারণে সবমিলিয়ে মোট ২১ হাজার ৭১৪ জন অসমবাসী ক্ষতিগ্রস্থ হয়েছে। চালু করা হয়েছে উদ্ধারকাজ। সেই সঙ্গে জলস্তর কমানোরও প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্থদের জন্য বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। গাছ, ইলেকট্রিক পোস্ট উপড়ে পড়ায় বন্ধ একাধিক রাস্তাঘাট। তবে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও একাধিক জায়গা থেকে এখনও গাছ সড়ানো না হওয়ায় বিপর্যস্ত সড়কপথ।
At least three persons, including a school student, died in Assam in the last 24 hours due to heavy rains caused by Cyclone Remal in the state, and 10 districts have been put on Red alert as more downpours are expected. pic.twitter.com/rgj0y7OOFh
— IANS (@ians_india) May 29, 2024
অন্যদিকে, বাংলার বিভিন্ন প্রান্তেও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমাণে। দক্ষিন ২৪ পরগনার একাংশ. উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা এবং মেদিনীপুরের একাংশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। যদিও সাইক্লোন হওয়ার পর এনডিআরএফের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। রেমালের দাপট দেখা গিয়েছে কলকাতার মধ্যেও। তবে পুরসভার উদ্যোগে বিভিন্ন রাস্তা ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে।