বুধবার রাত থেকেই উত্তপ্ত জগদ্দল এলাকা। জুটমিল নিয়ে জগদ্দলে বিভিন্ন এলাকায় বোমাবাজি হয়। এমনকী গতকাল রাতে ঘটনাস্থলে যখন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) যায়, তখন গুলিও চলে। যা নিয়ে শুরু হয় নয়া বিতর্ক। প্রত্যক্ষদর্শীদের মতে, অর্জুনই গুলি চালিয়েছিল। আর সেই কারণেই তাঁকে তলব করা হয়েছিল তাঁকে। যদিও দুবারই হাজিরা এড়িয়েছিলেন তিনি। সেই কারণে তাঁর বাড়িতেই চলে আসে পুলিশ। এদিকে এই ঘটনার মধ্যে জগদ্দলে এক জুটমিল কর্মীর বাড়িতে বোমা হামলা হয়।
বৃহস্পতিবার সন্ধের দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। ক্ষতিগ্রস্থ জুটমিল কর্মীর বাড়ির সদস্যের সঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর সঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারি।
দেখুন ভিডিয়ো
Bhatpara, West Bengal: BJP leader Suvendu Adhikari visited the residence of BJP leader Arjun Singh in Bhatpara and toured the surrounding areas pic.twitter.com/k2Dcem8FCG
— IANS (@ians_india) March 27, 2025
তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব
প্রসঙ্গত, বুধবার রাত থেকেই উত্তপ্ত জগদ্দল, ভাটপাড়া এলাকা। দফায় দফায় বোমাবাজি, বন্দুকবাজের হামলায় আতঙ্কিত সাধারণ মানুষ। গতকাল যখন গুলি হামলা হয়েছিল, তখন গুরুতর আহত হন এক তৃণমূল কর্মী। এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে এলাকায়।