নেপালে (Nepal) শুরু হয়েছে ভয়াবহ বন্যা (Flood)। নেপালে হঠাৎ বন্যার জেরে বাড়িঘর ভেঙে পড়তে শুরু করেছে। ধুয়ে যাচ্ছে একের পর এক সেতুও। নেপালে যখন বন্যা শুরু হয়েছে ভয়াবহভাবে, সেই সময় বিহারেও (Bihar) পরিস্থিতি জটিল। কোশি নদীর জল বাড়তে শুরু করায় বিহারের বহু অংশে বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে। কোশি নদীর (Koshi River) জল বাড়ায় বিহারের সাপৌলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে অসহায় হয়ে পড়ছেন বহু মানুষ।
দেখুন বিহারে কী পরিস্থিতি...
#WATCH | Bihar: Water of river Kosi has engulfed many northeastern districts of the state; normal life affected by floods-like situations in Supaul.
(Visuals from Bhaptiyahi village in Supaul) pic.twitter.com/1VMCE4Ix8k
— ANI (@ANI) September 30, 2024