দিল্লি, ৩০ সেপ্টেম্বর: নেপালে (Nepal) ভয়াবহ পরিস্থিতি। অতি বৃষ্টি (Heavy Rain) থেকে ভয়াবহ বন্যা আর তারপরই ভূমিধস (Landslide)। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের জেরে নেপালের বহু অংশ কার্যত ভেঙেচুরে পড়তে শুরু করেছে। বন্যার পর ভূমিধসের জেরে নেপালে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। নেপালে এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর (মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন)। দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ বন্যা শুরু হয়। যার জেরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ভারতের প্রতিবেশী দেশে।
নেপালে বন্যা এবং ভূমিধসের জেরে এখনও পর্যন্ত ৬৮ জনের কোনও খোঁজ মিলছে না। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে নেপালের পুলিশ, প্রশাসন। তবে যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের কোনও খোঁজ মেলেনি বলে খবর। নিখোঁজের পাশাপাশি প্রায় ১১১ জন আহত ভয়াবহ বন্যা এবং ধসের জেরে। ফলে আহতদের উদ্ধার করে চিকিৎসা শুরু করা হয়েছে বলে খবর।
দেখুন নেপালে কেমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা এবং ধসের জেরে...
Devasting flood in Nepal
The death toll from floods and landslides in Nepal has risen to more than 150
The death toll may rise ++
Pray For Nepal
++++[[[[]]]#Kathmandu #flooding #NepalFloods #NepalFlood #Nepal #Floods #Landslide pic.twitter.com/a8McfvywFV
— kiran joshi (100% Follow Back) (@kiranjoshi235) September 29, 2024
নেপালে রাস্তাঘাট ভেসে যেতে শুরু করে। অসহায়ভাবে সময় কাটাচ্ছেন বহু মানুষ...
NEPAL| #NepalFlood : the Himalayan country of southern #Asia is facing deadly #weather : a toll of 101 dead and 64 people missing reported following violent monsoon rains over three days, which led to enormous floods. Low-lying areas of the Capital #Kathmandu submerged. pic.twitter.com/vtURqKPQNk
— Nanana365 (@nanana365media) September 29, 2024
নেপালে শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ...
#WATCH | Nepal Floods | Death toll rises to 170 after torrential rainfall-induced landslide and flooding sweeps across the country: Home Ministry
Rescue operations underway pic.twitter.com/diJ0kGCFhk
— ANI (@ANI) September 29, 2024
সূত্রের খবর, নেপালে বন্যা এবং ধসের কমলে প্রায় ৪ হাজার মানুষ। ফলে নেপালের সেনা বাহিনী বিপর্যয় মোকাবিলাকারী দল দুর্গতস্থানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। সেই সঙ্গে বন্যার্ত এবং ধস কবলিত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনমত খাবার, জল, এবং ওষুধপত্র। কোনও মানুষকে যাতে না খেয়ে থাকতে না হয়, তার চেষ্টা শুরু করেছে নেপালের সেনা বাহিনী।