2909 Nepal Flood Situation Photo Credit: X

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপাল। বেড়ে গিয়েছে একাধিক নদীর জলস্তর। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে বন্যা, ভূমিধস এবং প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩২ জনের। নিখোঁজ ৬৮। জখম হয়েছেন আরও ১০০ জন। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

গত শুক্রবার থেকেই প্লাবিত নেপালের বহু এলাকা। প্রসাসন সূত্রে জানা গেছে প্রায় ২০০টি জায়গা বন্যার  কবলে। ধস নেমেছে একাধিক এলাকায়। গতকাল, শনিবার মাত্র ২৪ ঘণ্টায় ৩২৩ মিমি বৃষ্টি হয়েছে নেপালে। যা ভেঙে দিয়েছে বিগত ৫২ বছরের রেকর্ড। উদ্ধারকাজে হাত লাগিয়েছে প্রশাসনের আধিকারিকরাও। ৩০০০ জন নিরাপত্তা রক্ষীদের নামানো হয়েছে উদ্ধারকাজে। হেলিকপ্টার ও মোটরচালিত নৌকার সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে।নিরাপত্তা বাহিনীর সক্রিয় অংশগ্রহণে সারা দেশথেকে ৩,৬২৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।জানা গেছে প্রায় ৪ লক্ষ ১২ হাজার পরিবার বন্যার কবলে পড়েছে।

রাজধানী কাঠমাণ্ডুতে বিপদসীমার উপর দিয়ে বইছে বাগমতী নদী। আর এই কারণেই সিঁদুরে মেঘ দেখছে বিহারের বাসিন্দারা। কারণ নেপালে বৃষ্টি হলেই বন্যার আশঙ্কা থেকেই যায় বিহারে। ইতিমধ্যেই বিহারের বিভিন্ন জায়গায় জল প্রবেশ করতে শুরু করেছে। ফলে প্রতিবেশী দেশের কারণে ভারতেও দুর্ভোগ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।