Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ শাস্তি(Punishment) হিসেবে ৪৫ মিনিট বরফে(Ice) ডুবিয়ে রাখা হল ১২ বছরের কিশোরকে। হার্ট অ্যাটাকে(Heart Attack) মৃত্যু কিশোরের। গ্রেফতার পরিচারিকা। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহাইয়োতে। ধৃত পরিচারিকার নাম ম্যাকান্টস আন্থোনি। বয়স ২৩। মৃত নাবালককে দেখাশোনা করত সে। এদিন তার ভরসাতেই ছেলেকে রেখে কাজে গিয়েছিলেন বাবা-মা। ফিরে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। জানা গিয়েছে, এদিন অ্যান্থোনির কথার অবাধ্য হলে ওই কিশোরকে এক গামলা বরফের মধ্যে ৪৫ মিনিট বসিয়ে রেখে দেয় সে। ঠাণ্ডায় ক্রমে কুঁকড়ে যেতে থাকে কিশোর। এরপর মারা যায় সে। চিকিৎসকদের মতে, দীর্ঘক্ষণ ঠাণ্ডায় জমে থাকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই নাবালকের। এরপরই পুলিশের দ্বারস্থ হন নিহত শিশুর বাবা-মা। পরিচারিকার বিরুদ্ধে দায়ের হয় খুনের মামলা। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

কথার অবাধ্য হওয়ায় চরম শাস্তি পরিচারিকার, হার্ট অ্যাটাকে মৃত্যু কিশোরের