মুম্বই, ২৭ মার্চ: 'কুণাল কামরাকে (Kunal Kamra) গ্রেফতার করুন। যত শিগগিরই সম্ভব কৌতুকশিল্পী কুণাল কামরাকে গ্রেফতার করুন।' এবার এমনই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী শম্ভুরাজ দেশাই। একনাথ শিন্ডেকে (Eknath Shinde) কৌতুকের ছলে 'গদ্দার' বলার পর কুণাল কামরার নয়া ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে 'শাড়িওয়ালি দিদি আয়ি' বলে কৌতুকের ছলে ফের আক্রমণ করেন কুণাল। নির্মলা সীতারমণকে নিয়ে কুণাল কামরার নয়া ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এবার ফের মুখ খুললেন মহারাষ্ট্রের মন্ত্রী। পুলিশকে উদ্দেশ্য করে শম্ভুরাজ দেশাই বলেন, 'ধৈর্যের পরীক্ষা নেবেন না। শিগগিরই কুণাল কামরাকে গ্রেফতার করুন।'
পাশাপাশি কুণাল কামরা ইচ্ছে করে একনাথ শিন্ডে, নির্মলা সীতারমণ, নরেন্দ্র মোদীর মত নেতাদের আক্রমণ করছেন বলেও অভিযোগ করেন শম্ভুরাজ দেশাই। কুণাল কামরা সীমা অতিক্রম করে ফেলেছেন কৌতুকের নামে। এবার মাথার উপর দিয়ে জল বইতে শুরু করেছে। তাই এবার কুণাল কামরাকে 'প্রসাদ' দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন শম্ভুরাজ দেশাই।