Vladimir Putin (Photo Credit: Instagram)

দিল্লি, ২৭ মার্চ: আসছে তৃতীয় বিশ্ব যুদ্ধ (Word War 3)? প্রথম দুই বিশ্ব যুদ্ধের পর এবার তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রহর গুনছে গোটা বিশ্ব? এমনই ইঙ্গিত দিল ইউরোপীয় ইউনিয়ন। ইউ-এর তরফে ইউরোপের (Europe) সমস্ত দেশগুলিকে সতর্ক করা হয়েছে। ইউরোপের প্রত্যেকটি দেশের মানুষ যাতে কমপক্ষে ৭২ ঘণ্টার খাবার, জল মজুদ করে রাখেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জল, খাবারের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে নিজেদের মত করে মজুদ করে রাখেন মানুষ, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।

ন্যাটো (NATO) প্রধান মার্ক রুট জানান, ২০৩০ সালের মধ্যে ইউরোপে আরও একবার হামলা চালাতে পারে রাশিয়া (Russia)। যার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, রাশিয়া যদি ভুলক্রমে পোলান্ড বা অন্য কোনও ন্যাটোভুক্ত দেশের উপর হামলা চালায়, তাহলে তার প্রত্যাঘাতের জন্য ক্রেমলিনকে প্রস্তুত থাকতে হবে। ন্যাটোর অধীনে থাকা কোনও দেশের উপর রাশিয়া হামলা চালালে, তার ফলস্বরূপ জোরদার প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে হবে বলে স্পষ্ট জানানো হয় ন্যাটোর তরফে।

সম্প্রতি ইউক্রেনের সুমি শহরে ক্ষেপনাস্ত্র হামলা চালায় রাশিয়া। যার জেরে সুমিতে ১২ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সুমিতে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলার পর ইউরোপীয় ইউনিয়নের তরফে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইউরোপের দেশগুলিকে সতর্ক করে। তারপরই ন্যাটোর তরফেও চড়ানো হয় সুর।

ভ্লাদিমির পুতিন সুযোগ বুঝে যে কোনও সময় ইউরোপের যে কোনও দেশের উপর হামলা চালাতে পারেন। যে হামলার আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে প্রস্তুত থাকতে হবে বলেও মার্ক রুট মন্তব্য করেন। যদিও রাশিয়ার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি।