Saurabh Rajput, Muskan Rastogi, Sahil Shukla (Photo Credits: X)

দিল্লি, ২৭ মার্চ: খুনের পর সৌরভকে (Saurabh Rajput) যাতে কেউ সনাক্ত করতে না পারেন, তার জন্য আপ্রাণ চেষ্টা চালায় মুসকান রাস্তোগি (Muskan Rastogi) এবং সাহিল শুক্ল (Sahil Shukla)। সৌরভ রাজপুতকে তাই খুনের পর তাঁর দেহ বিকৃত করে দেয় সাহিল এবং মুসকান। এরপর সৌরভের হাতের কবজি কেটে খণ্ড করে ফেলে। পুলিশ যদি কখনও সৌরভের দেহ খুঁজে পায়, তাহলে যেন তারা মৃতের আঙুলের ছাপ নিতে না পারে, তার জন্যই সৌরভের হাতের কবজি কেটে ফেলা হয় বলে পুলিশি জেরায় স্বীকার করে মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্ল। মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer Killing) সৌরভ রাজপুতের নির্মম খুনের পর পুলিশের জেরার মুখে একের পর এক বিস্ফোরক দাবি করে মৃত নেভি অফিসারের স্ত্রী এবং তার প্রেমিক।

আরও পড়ুন: Muskan Rastogi's Murder Plan Of His Husband Revealed: নেভি অফিসারকে খুনের গোটা পরিকল্পনা মুসকানের, সাহিলকে ব্যবহার করে ঘৃণ্য অপরাধ ঘটায় সৌরভের স্ত্রী

এসেবর পাশাপাশি মুসকান এবং সাহিল খুনের পর সৌরভের মাথা প্রথমে কেটে ফেলে। মুণ্ডহীন দেহ যাতে কেউ চিনতে না পারেন, তার জন্যই খুনের পর প্রথমে সৌরভের ধড় থেকে মাথা আলাদা করে মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্ল। পুলিশি জেরায় এমন তথ্যও  প্রকাশ্যে উঠে আসতে শুরু করে।

মার্চেন্ট নেভি অফিসার খুনের পর প্রায় এক মাস অতিক্রান্ত। তবে পুলিশি তদন্তের ধার কমেনি। ফলে পুলিশ সৌরভের বাড়ি থেকে বিছানার চাদর, রক্তের নমুনা যেমন সংগ্রহ করছে, তেমনি বাথরুমের টাইলসে পড়ে থাকা রক্তের দাগ থেকেও নমুনা সংগ্রহ করে। সৌরভ রাজপুত খুনে যাতে কোনও তথ্য অধরা না থাকে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে।