
দিল্লি, ২৪ মার্চ: এবার প্রকাশ্যে এল সৌরভ শুক্লকে মুসকান রাস্তোগির (Muskan Rastogi) খুনের পরিকল্পনা। মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer) সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) খুনের পরিকল্পনা। মুসকান রাস্তোগি পরপর ৩টি স্ন্যাপ চ্যাট অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট থেকে মুসকান প্রেমিক সাহিল শুক্লকে মেসেজ করে এবং বলে, তাঁর হাতে সৌরভের মৃত্যু লেখা রয়েছে। ফলে সাহিল যাতে তার পরিকল্পনায় যোগ দেয় এবং সৌরভকে পৃথিবীতে থেকে সরিয়ে দেয়। সাহিলকে (Sahil Shukla) বিভিন্ন স্ন্যাপ চ্যাট অ্যাকাউন্ট থেকে মেসেজ করে মুসকান। সৌরভকে তারা খুন করতে পারে, সেই পরিকল্পনা শুরু করে তারা।
মুসকান নিজের নামে একটি স্ন্যাপ চ্যাট অ্যাকাউন্ট খোলে। এরপর বাবা এবং ভাইয়ের নামেও পরপর দুটি অ্যাকাউন্ট খুলে ফেলে। ওই ৩টি অ্যাকাউন্ট থেকে মুসকান ক্রমাগত সাহিলকে মেসেজ করে এবং সৌরভকে খুনের পরিকল্পনায় অংশ নেওয়ার কথা বলে।
সৌরভের খুন যাতে সুপরিকল্পিতভাবে করা যায়, তার জন্য সাহিলের মৃত মায়ের নামেও স্ন্যাপ চ্যাটের একটি অ্যাকাউন্ট খোলে মুসকান। এরপর সেই অ্যাকাউন্ট থেকে সে সাহিলকে মেসেজ করতে শুরু করে। নেশাগ্রস্থ মুসকান সাহিলকে বিশ্বাস করাতে চাইত যে তাঁর মা কথা বলছেন। সাহিলের সঙ্গে তাঁর মৃত মা কথা বলছেন। এমন বিশ্বাস মুসকান সাহিলের মনে আনতে চাইত স্ন্যাপ চ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে। এমন তথ্যও পুলিশের হাতে আসতে শুরু করেছে।
এসবের পাশাপাশি মুসকান নিজের দাদা এবং মায়ের নামে যে অ্যাকাউন্ট খুলেছিল, সেখান থেকে সাহিলের সঙ্গে কথা বলত। সাহিলকে বিশ্বাস করানোর চেষ্টা করত, তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নিয়েছে। অর্থাৎ সাহিলকে যেনতেন প্রকারে রাজি করিয়ে স্বামী সৌরভ রাজপুতকে খুন করতে চেয়েছিল মুসকান। এমন তথ্য পুলিশের হাতে উঠে এসেছে।