Narendra Modi, Vladimir Putin (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ মার্চ: ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন 9Vladimir Putin)। শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভারতে (India)  আসবেন। পুতিনের ভারত সফরের তোড়জোড় চলছে। এবার এমনই জানালেন রাশিয়ার (Russia) বিদেশমন্ত্রী লভরোভ। রুশ সংবাদ সংস্থা তাস-কে লভরোভ জানান, প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের তোড়জোড় চলছে। ভারতের আমন্ত্রণেই পুতিন দিল্লিতে আসছেন বলেও রুশ সংবাদ সংস্থাকে সে দেশের বিদেশমন্ত্রী জানান।

গত লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিদেশ সফরের তালিকায় প্রথমেই ছিল রাশিয়া। এবার তাঁদের পালা বলে জানান রুশ মন্ত্রী।রাশিয়া এবং ভারতের মধ্যে নতুনকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হবে। পুতিনের ভারত সফরেই দুই দেশের নয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুদ হবে বলে জানান লভরোভ।

ভ্লাদিমির পুতিন কবে ভারত সফরে হাজির হবেন, সে বিষয়ে শিগগিরই ক্রেমলিনের তরফে সবকিছু জানানো হবে বলেও জানান রুশ মন্ত্রী।