Dino Morea, Disha Salian, Sooraj Pancholi (Photo Credit: ANI/X/Instagram)

মুম্বই,২৫ মার্চ: যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে দিশা সালিয়ানের মৃ্ত্যুর রহস্য (Disha Salian)। মঙ্গলবার নতুন করে অভিযোগ দায়ের করলেন দিশা সালিয়ানের বাবা। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের বাবা নতুন করে যে অভিযোগ দায়ের করেন, সেখানে আদিত্য ঠাকরের সঙ্গে বলিউড অভিনেতা দিনো মোরিয়া (Dino Morea), সূরয পাঞ্চোলিদের (Sooraj Pancholi) নাম রয়েছে বলে খবর। সেই সঙ্গে মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিংয়ের নামও রয়েছে অভিযোগে।

২০২০ সালে দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং বিষয়টিকে অন্যভাবে দেখাতে চেয়েছিলেন বলে অভিযোগে দাবি করা হয়।

আরও পড়ুন: Rhea Chakraborty Video: সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীকে ক্লিনচিট সিবিআইয়ের, 'নির্দোষ' হয়ে রিয়া গেলেন সোজা মন্দিরে, দেখুন

দিশা সালিয়ানের মৃত্যুর তদন্ত যাতে আবার নতুন করে শুরু হয় এবং আদিত্য ঠাকরের বিরুদ্ধ তদন্ত হয়। তেমনই দাবি করেন দিশার বাবার আইনজীবী নীলেশ ওঝা।

প্রসঙ্গত দিশা সালিয়ানের মৃত্যুর ৬ দিনের মাথায় মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। কীভাবে সুশান্তের মৃত্যু হয়েছে, সেই রহস্য এখনও অধরা। তা মাঝেই সম্প্রতি সিবিআইয়ের তরফে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ক্লিনচিট দেওয়া হয়েছে। সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর প্রাক্তন বান্ধবীর কোনও যোগ নেই বলে ক্লিনচিটে স্পষ্ট জানিয়েছে সিবিআই।