Rhea Chakraborty In Temple (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ মার্চ: সিবিআইয়ের (CBI) তরফে ক্লিনচিট দেওয়া হয়েছে রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর মামলায় এবারকার্যত নির্দোষ প্রমাণিত হলেন রিয়া চক্রবর্তী। সুশান্ত মামলায় ক্লিনচিট পাওয়ার পর সোমবার প্রথম ক্যামেরার সামনে এলেন রিয়া। বাবা এবং ভাইকে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হন অভিনেত্রী। সাদা এবং গোলাপী রঙের সালওয়ার স্যুট পরে সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। পাপারাৎজিকে দেখতেই রিয়া চক্রবর্তী হাত জোড় করেন। মৃদু হাসি হেসে রিয়া যেমন হাত জোড় করেন, তেমনি অভিনেত্রীর বাবা এবং ভাইকেও দেখা যায় হাসি মুখে। পাপারাৎজির সামনে প্রত্যেকে মৃদু হেসে হাত জোড় করেন।

সিদ্ধিবিনায়ক মন্দিরে রিয়া চক্রবর্তী...

 

 

View this post on Instagram

 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। অভিনেতার মৃতদেহ উদ্ধার হতেই তাঁর বান্ধবী রিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করে। রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তবে রিয়া এবং সৌভিককে গ্রেফতার করা হয় এনডিপিএস-এর ধারায়।

প্রসঙ্গত ওই সময় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয় একাধিকভাবে। তবে কখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি রিয়াকে। সুশান্তের পরিবারের বিরুদ্ধেও রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়।

এনডিপিএসের ধারায় গ্রেফতারির কয়েক দিনের মধ্যে প্রথমে রিয়া চক্রবর্তী এবং পরে সৌভিক চক্রবর্তী জামিন পান। তবে বিতর্ক থামেনি। এবার সিবিআইয়ের তরফে ক্লিনচিট দেওয়া হল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।