Jail, Representative Image (Photo Credit: File Photo)

Gold Smuggling Case: চলতি মাসের গোড়ায় কন্নড় সিনেমার অভিনেত্রী রানায়া রাও-কে হিসাব দেখাতে না পারা প্রায় ১৫ কেজি সোনা সহ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। কর্ণাটকের অভিনেত্রীর বিরুদ্ধে সোনা কিনে হাওলার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ তুলেছিল পাচার বিরোধী এজেন্সি। জেলবন্দি সেই অভিনেত্রী স্বীকার করে নিলেন, তিনি সোনা পাচার কাণ্ডে সরাসরি যুক্ত আছেন।

জামিনের আবেদন করে রানায়া রাওয়ের আইনজীবী দাবি করেন, তার মক্কেল তদন্তে সবরকম সাহায্য করবেন। দক্ষিণের সিনেমার বড় নাম তারকা সুদীপের বিপরীতে ২০১৪ সালে 'মানিক্য' নামের এক সিনেমায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর।

গ্রেফতার অভিনেত্রীর স্বীকারোক্তি

কর্ণাটকের সিনেমা ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী রানায়া রাওকে গ্রেফতারের পর সোনা পাচার ও অর্থ তছরুপের অভিযোগে পুলিশী তদন্ত চলছিল। কন্নড় সিনেমার সেই অভিনেত্রী রানায়া রাও স্বীকার সোনা পাচার কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তদন্তে নয়া মোড় এনে দিলেন।

তিনটি সিনেমায় অভিনয় করা রানায়া-র বিরুদ্ধে ১০৮ ধারায় আর্থিক অনিয়মের বিচারবিভাগীয় তদন্ত চলছিল। অভিনেত্রী রানায়া সোনা পাচারের কথা স্বীকার করে জানিয়েছেন, তিনি সোনা কিনে তা হাওলার মাধ্যমে তহবিল স্থানান্তর করেন।