রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) সঙ্গে অংশীদারিত্বের কথা ভাবছে ওপেন এআই (OpenAI) এবং মেটা (Meta)। দ্য ইনফরমেসন-এর একটি প্রতিবেদন অনুসারে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থার সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে ওপেন এআই-এর অন্যতম প্রতিষ্ঠাতা-কর্ণধার স্যাম অল্টম্যান (Sam Altman)।
দিন কয়েক আগে ওপেন এআই কেনার জন্যে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন এক্স কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। কিন্তু মাস্কের দেওয়া ৯৭০০ কোটি ডলারের দরপত্র মুখের উপরেই খারিজ করে দিয়েছিলেন অল্টম্যান। এক্স-কে ফিরিয়ে এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে অংশীদারিত্বে যেতে চাইছে ওপেন এআই। আম্বানির সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আলোচনা শুরু করেছে স্যাম অল্টম্যান। আর সেই আলোচনাতেই ভারতে Reliance Jio ChatGPT বিতরণের সম্ভাবনার কথা পেশ করা হয়েছে। এই মর্মে চ্যাট-জিপিটির সাবস্ক্রিপশন মূল্য ২০ ডলার থেকে কমানোর কথাও বিবেচনা করছেন স্যাম।
রিলায়েন্সের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আলোচনাঃ
OpenAI and Meta are in talks with Reliance Industries for a partnership. OpenAI may allow Reliance Jio to distribute ChatGPT in India and is considering reducing the subscription price from $20. 🤝
Read more: https://t.co/23n8bXOESe pic.twitter.com/RqTskN99XR
— Mint (@livemint) March 23, 2025
প্রতিবেদন অনুসারে, রিলায়েন্স স্থানীয়ভাবে OpenAI মডেল হোস্ট এবং পরিচালনা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলে জানা যাচ্ছে। যাতে ভারতীয়দের ডেটা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরে না যায়। আর এই অংশীদারিত্বের কথা মাথায় রেখে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন কোম্পানি গুজরাটের জামনগরে তিন গিগাওয়াট ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে। যার ফলে স্থানীয়ভাবে OpenAI এবং মেটা উভয় মডেলই পরিচালনা সম্ভব হবে। জামনগরে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আম্বানি।