Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৭ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৭ মার্চ মুখোমুখি হবে (SRH vs LSG)। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। একদিকে যেমন জয় দিয়ে খাতা খুলেছে সানরাইজার্স। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রোমাঞ্চকর লড়াইয়ে হেরেছে সুপার জায়ান্টরা। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষাণ এবং হেনরিখ ক্লাসেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের সানরাইজার্সকে নিজেদের রেকর্ড ভাঙতে কোনও প্রয়াস ছাড়েননি। বোর্ডে ২৮৬ নিয়ে, অরেঞ্জ আর্মি মাত্র ১ রানে পিছিয়ে থাকে। এদিকে সুপার জায়ান্ট ক্যাপিটালসের বিপক্ষে নিজের সেরাটা দেন। ২০৯ ডিফেন্ড করতে নেমে সব চেষ্টা করলেও দল জয় পায়নি। SRH vs LSG, IPL 2025 Winning Prediction: এসআরএইচ বনাম এলএসজির ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫
Second match. Same FIRE. Let’s go! 🔥💪#PlayWithFire | #SRHvLSG | #TATAIPL2025 pic.twitter.com/xtauNbCP4j
— SunRisers Hyderabad (@SunRisers) March 27, 2025
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডঃ অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, সচিন বেবি, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, উইয়ান মুল্ডার, রাহুল চাহার, অথর্ব তাইড়ে, ঈশান মালিঙ্গা, কামিন্ডু মেন্ডিস।
লখনউ সুপার জায়ান্টস স্কোয়াডঃ এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক), ডেভিড মিলার, আয়ুষ বাদনি, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, মনিমারান সিদ্ধার্থ, আব্দুল সামাদ, হিম্মত সিং, আরএস হাঙ্গারগেকর, আকাশ মহারাজ সিং, আভেশ খান, ম্যাথু ব্রিটজকে, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী, আকাশ দীপ, ময়ঙ্ক যাদব, শামার জোসেফ, আরশিন কুলকার্নি।
আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ?
২৭ মার্চ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) আয়োজিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।