পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে লক্ষাধিক টাকার মাদক পাচার হচ্ছিল ভারতে। গোপনসূত্রে খবর পেয়ে পঞ্জাবের ফাজিলকার সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালায় পঞ্জাব পুলিশ এবং বিএসএফের ১৬০ নম্বর ব্যাটেলিয়ান। আর তারপরেই উদ্ধার হয় ৫.৪৭ কেজির হেরোইন। যার বাজারমূল্য ১.০৭ লক্ষ টাকা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৯ এমএম-এর ৪০টি গুলির কার্টেজ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি এবং বেশকয়েকটি বাইক। জানা যাচ্ছে, পাকিস্তানের কোনও এক জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে ড্রোনের মাধ্যমে পাচার হচ্ছিল এই মাদকগুলি।
ফাজিলকা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা এবং ২ জন অন্যত্র থেকে এসেছে। সকলেই একটি গ্যাং বানিয়ে কাজ করছিল। তবে এদের সঙ্গে আর অনেকে জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে ওই এলাকায় কড়া নজরদারিতে তল্লাশি শুরু করেছে বিএসএফ ও পুুলিশের যৌথ বাহিনী।
#WATCH | Fazilka, Punjab: On recovering 5.47 Kg heroin from drug smugglers, SSP Fazilka Police, Pragya Jain says, "An international drug module has been busted in a joint collaborative effort with Fazilka police and BSF battalion 160 in which we have recovered 5.47 Kg heroin...… pic.twitter.com/Ew9Wecg3i8
— ANI (@ANI) May 26, 2024
প্রাথমিক তদন্তে উঠে এসেছে এরা সকলেই পড়ুয়া। এবং বেশিরভাগ যুবকেরই বয়স ১৯-২০ এর মধ্যে। সকলেই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাহলে পড়াশুনো ছেড়ে কেন এই ধরণের অপরাধ জগতে নিজেদের যুক্ত করল তা জানার চেষ্টা করছে পুলিশ। এদের মধ্যে একজন অবশ্য আগেও জেল খেটেছে বলে জানা গিয়েছে। সেই যুবকই এই গ্যাং তৈরি করেছে বলে অনুমান পুলিশে।