আজ রাতেই দিঘার (Digha) ওপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমেল (Remal)। সেই কারণে সকাল থেকেই পর্যটক, স্থানীয় বাসিন্দাদের উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী পুলিশও গিয়ে জমায়েত সরিয়েছে দফায় দফায়। অন্যদিকে বেলা গড়াতেই মাইক নিয়ে সি-বিচ এলাকায় সতর্কতা জারি করছে এনডিআরএফের সদস্যরা। কোনও ধরণের বিপদের সম্মুখীন যেন সাধারণ মানুষ হয় তারজন্য সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি। অন্যদিকে সময় যত এগোচ্ছে ততই ফুলেফেঁপে উঠছে দিঘার সমুদ্র। ফলে বিপদ যে কোনও সময় ঘটতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। আর সেই কারণে দিঘার সমস্ত হোটেল ইতিমধ্যে খালি করা হয়েছে। পাশাপাশি সমস্ত বুকিং বাতিল করা হয়েছে আগামী ২ দিনের জন্য। আর এই সময় পর্যন্ত কোনও নতুন বুকিং না নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে হোটেল মালিকদের।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)