আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ঘুূর্ণিঝড় রেমাল (Remal)। যার জেরে উপকূলবর্তী এলাকা, দুই পরগনায় জারি একাধিক সতর্কতা। প্রয়োজন না পড়লে বাইরে না বেরোনোর উপদেশ দিচ্ছে রাজ্য সরকার। বন্ধ করা হয়েছে লঞ্চ পরিষেবা এমনকী বাতিল শিয়ালদহ এবং হাওড়া লাইনের একাধিক লোকাল ও দুরপাল্লা ট্রেন। এমনকী এই অবস্থায় বন্ধ বিমান পরিষেবাও। জানা যাচ্ছে, আগামী ২১ ঘন্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। মূলত, ঝোড়ো হাওয়া, অপরিস্কার আকাশের কারণেই একাধিক উড়ান বাতিল করল বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, রবিবার বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা অবধি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালের একাধিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই মুহূর্তে দমদম এয়ারপোর্টে তিনশোর বেশি বিমান প্রতিদিন যাতায়াত করছে। ফলে বিমান বাতিল হওয়ার কারণে ভোগান্তির শিকার হয়েছে একাধিক যাত্রীরা। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আর মাত্র কয়েকঘন্টার মধ্যেই সাগরদ্বীপ, ক্যানিংয়ে আছড়ে পড়বে সাইক্লোন রেমাল। অন্যদিকে বাংলাদেশের মংলাতে ১২০-১৩৫ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল হবে রেমাল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে ফেলা হয়েছে। মৎসজীবীরা সকলেই ফিরে এসেছে বলে খবর। এনডিআরএফের ১৪টি টিম বাংলার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে। রয়েছে বারতি সতর্কতাও।