Alia Bhatt (Photo Credits: Instagram)

মুম্বই, ২ মার্চঃ মেয়ে রাহার ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেললেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। দু বছর আগে ২৫ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে পাপারাৎজির সামনে একমাত্র মেয়ে রাহার মুখ প্রকাশ করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকেও মেয়ের বিভিন্ন ছবি বিভিন্ন সময়ে শেয়ার করতেন নায়িকা। কিন্তু অনুরাগীরা হঠাৎই লক্ষ্য করলেন নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে মেয়ে রাহার (Raha) ছবি মুছে ফেলেছেন রণবীর ঘরণী। মেয়ের মুখ দেখা যাচ্ছে এমন সমস্ত ছবিই সরিয়ে ফেলেছেন আলিয়া। কিন্তু নায়িকার এমন আচরণের কারণই খোঁজার চেষ্টা করছে নেটমহল।

কেন মেয়ের ছবি সরিয়ে ফেললেন 'জিগরা' অভিনেত্রী। অনেকেই মনে করছেন, সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনার পর থেকে সচেতন হয়েছে কাপুর পরিবার এবং পটৌদি পরিবার। দুই ছেলে তৈমুর এবং জেহর ছবি তোলা থেকে পাপারাৎজিকে বিরত থাকার জন্যে অনুরোধ করেছেন সইফ এবং করিনা। তেমনই কোন সচেতনতা অবলম্বন করে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন রণবীর এবং আলিয়া, মনে করছে নেটাবাসী। যদিও সোশ্যাল হ্যান্ডেল থেকে রাহার ছবি সরিয়ে ফেলা নিয়ে নায়িকার তরফে কোন কিছু জানানো হয়নি।

যদিও তারকা দম্পতিদের মধ্যে সন্তানদের মুখ প্রকাশ করা নিয়ে বিভিন্ন গোপনীয়তা থাকে। বহু ক্ষেত্রেই দেখা যায় ছবিশিকারি বা পাপারাৎজিকে তারকারা কড়া নির্দেশ দিয়ে থাকেন তাঁদের সন্তানদের ক্যামেরাবন্দি না করার জন্যে। আবার অনেক তারকা আছেন যারা সন্তানের ছবি প্রকাশ নিয়ে কোন সমস্যা করেন না। মেয়ের ১ বছর হওয়ার পর ২০২৩ সালের ক্রিসমাসে রাহাকে পাপারাৎজির সামনে এনেছিলেন রণবীর এবং আলিয়া।