দুবাইয়ের সেমিফাইনালে অবাক কাণ্ড। ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Snith)। আর এই ম্যাচের মাঝে ভাগ্যের বড় সহায়তা পেলেন স্মিথ। ইনিংসের ১৪ তম ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেলের ডেলিভারিটা ঠিকমত বুঝতে না পেরে মিস করেন স্মিথ। বলটা ধীরেধীরে গিয়ে উইকেটে আঘাত করে। কিন্তু বল উইকেটে না লাগলেও বেল না পড়ায় আউট হননি অজি অধিনায়কের। তাই আউট হননি স্মিথ। তখন তিনি ৩০ বলে ২৩ রানে ব্যাট করছিলেন।
এদিন দুবাইয়ে ইনিংসের শুরুতেই মহম্মদ সামির বলে আউট হয়ে যান টুর্নামেন্টে প্রথমবার নামা কুপার কোনোলি (০)। এরপর ট্রাভিস হেডের সঙ্গে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্মিথ। কিন্তু খেলার বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে যান হেড (৩৯)। এরপর মার্নাস লাবুশানের সঙ্গে স্মিথের জুটি ভাঙেন জাদেজা। লাবুশানে (২৯)-কে আউট করেন জাদেজা।
ভাঙল না স্ট্যাম্প
Ball hits the stumps but damn Those Zing bails are heavy ✊
Smithy 😳 #championstrophy2025 pic.twitter.com/RrupcVuqCl
— Damien Fleming (@bowlologist) March 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)