এক বছরের জন্য এমসিসির প্রেসিডেন্ট (MCC president) হিসেবে দায়িত্ব পেলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধান নির্বাচক এড স্মিথ। মার্ভিন কিংয়ের জায়গায় এলেন ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলা স্মিথ (Ed Smith)। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়েন মর্গ্যান নিয়োগ পেয়েছেন চেয়ার অব ক্রিকেট পদে। এমসিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
স্মিথ গর্বিত এমসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে। তিনি জানান, "এমসিসির প্রেসিডেন্ট হিসেবে লর্ড কিংয়ের উত্তরসূরি হওয়া খুবই সম্মানের। লর্ডস আমার জীবনের বিশেষ একটি অংশ- ক্রিকেটের ভক্ত ও খেলোয়াড় হিসেবে এবং পরে নির্বাচক হিসেবে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমি ক্লাব ও এই খেলায় অবদান রাখার জন্য উন্মুখ হয়ে আছি।”
Ed Smith has today become President of MCC with 1 October marking the start of his year in office. He was announced as successor to Lord King at the Club’s AGM earlier this year.
— Marylebone Cricket Club (@MCCOfficial) October 1, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)