হাতে কেবল চাই একটা স্মার্টফোন। আর তাতেই রিল বানিয়ে ফেলছে বাচ্চা থেকে বুড়ো। স্থান, কাল, পাত্র কোন কিছুরই বালাই নেই। পুলিশের উর্দি গায়ে ডিউটির সময়ে হিন্দি গানে রিল বানাচ্ছেন মহিলা সাব-ইন্সপেক্টর (Inspector)। বিহারের (Bihar) পূর্ব চম্পারন জেলার মতিহারিতে কর্মরত ওই মহিলা সাব-ইন্সপেক্টর। পুলিশের ইউনিফর্ম পরেই বহাল তবিয়তে রিল বানাচ্ছেন তিনি তাও আবার ডিউটি চলাকালীন। সেই সমস্ত রিল ওই ইন্সপেক্টর সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তা হু-হু করে ভাইরাল হয়। পুলিশের উর্দিতে ইন্সপেক্টরের রিল বানানো নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। এর পরে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন  তিনি। পাহাড়পুর থানায় নিযুক্ত মহিলা সাব-ইন্সপেক্টর প্রিয়াঙ্কা গুপ্তাকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশের উর্দি গায়ে রিল বানাচ্ছেন ইন্সপেক্টরঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)