Donald Trump, Volodymyr Zelenskyy (Photo Credit: X)

দিল্লি, ৪ মার্চ: আমেরিকা যেভাবে ইউক্রেনকে (Ukraine) সব ধর নের সেনা সাহায্য বন্ধ করল, তার তীব্র প্রতিবাদ জানানো হল এবার কিভের (Kyiv) তরফে। রাশিয়ার (Russia) সেনা অভিযানের মাঝে ইউক্রেনকে সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা। যার অর্থ পুতিনের দেশের ইউক্রেনের আত্মসমর্পণ চাওয়া। ইউক্রেন যাতে রাশিয়ার হাতে আত্মসমর্পণ করে, সেটাই চাইছে  ওয়াশিংটন। এবার এমনই মন্তব্য করল ইউক্রেন সরকার। আমেরিকা ক্রমাগত ইউক্রেনকে রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে বলেও ইউক্রেন সরকারের তরফে মত প্রকাশ করা হয়।

সোমবার হোয়াইট হাউসের তরফে ইউক্রেনকে চাপ দেওয়া হয় যাতে জেলেনস্কি ক্রেমলিনের সঙ্গে শান্তি চুক্তি করেন। তবে আমেরিকা যেভাবে ইউক্রেনকে সব ধরনের সেনা সাহায্য বন্ধ করে দিয়েছে, তাতে কিভের পাশাপাশি ঝটকা লেগেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতেও। ইউক্রেন যাতে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তেমনই চাইছেন বলেও প্রশ্ন উঠছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মাঝে।

যদিও হোয়াইট হাউসের তরফে এ বিষয়ে যেমন কোনও মন্তব্য করা হয়নি, তেমনি রুশ প্রেসিডেন্টও চুপ রয়েছেন কিভের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে।