
দিল্লি, ৪ মার্চ: প্রত্যেকবার জামার সঙ্গে তার চোখের রং (Eyes Colour) পালটে যায়। বয়স এখনও ৫-ও হয়নি। তার আগেই তাই চোখের রং পালটে যাওয়া শিশু কার্যত তারকার তকমা পেয়ে গিয়েছে নিজের গ্রামে। শুনতে অবাক লাগলেও, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে এমনই একটি ঘটনার জেরে শোরগোল পড়ে যায়। যেখানে অংশ নামে এক দেড় বছরের শিশুর চোখের রং নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অংশকে দেখতে তাই প্রায় প্রতিদিন বহু মানুষ তার বাড়ির সামনে হাজির হয়ে যান।
অংশের মা নাসরিন যখনই ছেলেকে কোবও জামা পরান, খুদের চোখের রংও পালটে যায়। গাঢ় নীল থেকে শুরু করে ধূসর, সবুজ বা অন্য যে কোনও রংয়ের জামা পরালেই অংশের চোখের রং মুহূর্তে পালটে যায়। যা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে। যতবার যে রংয়ের জামা অংশকে পরানো হয়, তার চোখের রং ততবার পালটায় বলে জানা যায়।
দেখুন অংশের চোখের রং কীভাবে পালটাতে শুরু করে জামার সঙ্গে...
ये बच्चा आपनी dress के अनुसार अपनी आंखों का रंग बदलता है। pic.twitter.com/xFJW1TCIxN
— Kanika (@Kanikanehra92) March 1, 2025
যার জেরে ছোট্ট অংশের বাড়ির সামনে ভিড় প্রায় লেগেই থাকে। প্রত্যেকে অংশের চোখের রং দেখতে সেখানে হাজির হয়ে যান।