প্রতীকী ছবি (Photo Credit: X)

ব্যাঙ্কক, ১৪ জুন: Ahmedabad Plane Crash: গত বৃহস্পতিবার আমেদাবাদের বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনার ফলে ২৪২ জন যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানের পাইলট, ক্রু সহ সব যাত্রী মারা যান, শুধুমাত্র একজন যাত্রীকে ছাড়া। তিনি হলেন লন্ডনের বাসিন্দা বিশ্বাসকুমার রমেশ। এয়ারইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত AI171 বিমানটি ১১এ নম্বর আসনে বসেছিলেন বিশ্বাসকুমার রমেশ। এবার তাইল্যান্ডের তারকা গায়ক রুয়ানংসাক লোয়ছুসাক দাবি করলেন, ১৯৯৮ সালে তিনি ব্যাঙ্কক থেকে সুরাটের একটি বিমানে সফরের সময় দুর্ঘটনায় পড়েছিলেন। সেই বিমান দুর্ঘটনায় ১০১ জন যাত্রী মারা যান। সেই তাই গায়কের দাবি তিনি বিমানটির 11A নম্বর সিটে বসেছিলেন, এবং সেই দুর্ঘটনায় তিনি থেকে বেঁচে ফেরেন। তাইল্যান্ডের সেই গায়ক বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার দশ বছর পর্যন্ত বিমান সফর করতে খুব ভয় পেতেন বলে জানিয়েছেন। এমনকী তিনি বাড়িতে বৃষ্টির আগে মেঘ ডাকলেও ভয় পেতেন।'

১৯৯৮ সালে তাই এয়ারওয়েজের একটি TG261-বিমানে বড় দুর্ঘটনা হয়েছিল

সেই তাই গায়ক যে বিমান দুর্ঘটনার কথা বলছেন, তা হয়েছিল ১৯৯৮ সালে তাই এয়ার লাইন্সের TG261 বিমানে। ব্যাঙ্কক থেকে সুরাটে আসার সময় ১৩২জন যাত্রী ও ১৪ জন ক্রু মেম্বার থাকা বিমানটির ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়ে। এই বিমান দুর্ঘটনায় ১০১ জন যাত্রী মারা যান, ২১ জন গুরুতর জখম অবস্থা থেকে বেঁচে ফেরেছিলেন।

দেখুন খবরটি

বিমানের ১১এ আসনের চাহিদা বাড়তে চলেছে

নিশ্চিতভাবেই তাইল্যান্ডের গায়কের এমন দাবির পর, বিমান সফরে নিরাপদতম আসন মনে করে ১১এ আসনের চাহিদা বাড়তে চলেছে। যদিও বিশেষজ্ঞরা ১১এ আসনে বসে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাটা নেহাতই কাকতালীয় বলে আখ্যা দিয়েছেন।