
একি কাণ্ড! অনুষ্ঠানস্থলে সকলের সামনে দলীয় প্রধানকে সম্বর্ধনা জানিয়ে, মালা পরিয়ে টেনে চড় কষানোর অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুরের আশা পূর্বা গ্রামের ঘটনা হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সুহেলদেব স্বাভিমান পার্টির (Suheldev Swabhiman Party) প্রধান মহেন্দ্র রাজভরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সুহেলদেব জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি ছিলেন মহেন্দ্র, যিনি এলাকায় কাট্টাপ্পা নামে পরিচিত। অনুষ্ঠানস্থলে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয় মহেন্দ্রকে। এরপর ঘটল সেই অঘটন। সুহেলদেব স্বাভিমান পার্টির প্রধানকে আচমকা সজোরে পরপর দুটি চড় মেরে দেন দলেরই এক নেতা ব্রিজেশ রাজভর। হতবাক সকলে। আরও মারধর করতে যাবেন এমন সময়ে দলের বাকি সদস্যরা ব্রিজেশকে টেনে সরিয়ে আনেন। নয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারত। হাতাহাতিতে জড়াতে পারতেন মহেন্দ্র এবং ব্রিজেশ। কোনক্রমে থামানো হয় তাঁদের।
দলের প্রধানকে চড় মারার অভিযোগ দলীয় কর্মীর বিরুদ্ধে
UP neta welcomed through speech, garlanded and then slapped!
Mahendra Rajbhar, former leader of OP Rajbhar-led Suheldev Bhartiya Samaj party was caught off-guard when he was invited to an event in UP's Jaunpur, humiliated on the stage in a proper speech, garlanded and then… pic.twitter.com/u5EKjJsmbl
— Piyush Rai (@Benarasiyaa) June 10, 2025
উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরের প্রাক্তন সহযোগী মহেন্দ্র রাজভর অভিযোগ তোলেন, পূর্ব পরিকল্পনা করে তাঁর উপর এই হামলা করা হয়েছে। তিনি আরও বলেন, চড় মারার আগে বারাণসীর বাসিন্দা ব্রিজেশ রাজভরকে তিনি বলতে শুনেছেন, 'আমরা দল তৈরি করেছি, কিন্তু আপনি তাঁর সুবিধা পাচ্ছেন'। এরপরেই তাঁর উপর চড়াও হয় ব্রিজেশ।