
নয়াদিল্লিঃ অমরনাথ যাত্রার (Amarnath Yatra) ডিউটিতে যাচ্ছিলেন। বিএসএফ (BSF) জওয়ানদের জন্য ব্যবস্থা করা ট্রেনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম বিতর্ক। ট্রেনের কামড়ার সিট ভাঙা, নোংরা কোচ,অস্বাস্থ্যকর পরিবেশ শৌচাগারের। ট্রেনের এমন শোচনীয় অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন জওয়ানরা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ভিডিয়ো। খবর পৌঁছয় মন্ত্রকে। আর এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয় রেল মন্ত্রকের তরফে। উল্লেখু, আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। আর সেই জন্যই অমরানাথে পাঠানো হচ্ছিল অস্থায়ী ব্যাটেলিয়নকে। তাঁদের জন্য দুটি এসি ৩-টায়ার কোচ, এসি ২-টায়ার কোচ, ১৬টি স্লিপার কোচ এবং ৪টি এসএলআর কোচের ব্যবস্থা ছিল। কিন্তু কামড়ার ভিতরের একাধিক সিট ভাঙা ছিল। জানালা দরজার কাচ ভাঙা ছিল। অপরিস্কার ছিল টয়লেট। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর মাধ্যমে ক্ষোভ উগরে দেন বিএসএফ জওয়ানরা। ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয় এনডব্লিউফ্রন্টিয়ার রেলের তরফে। এক্স হ্যান্ডেলে ওই ভিডিয়োটি পোস্ট করে অবশ্য দাবি করা হয় এটি বিএসএফদের জন্য পাঠানো ট্রেন নয়, এটি মেরামতির জন্য যাচ্ছিল।
সিট ভাঙা, অপরিষ্কার কামড়া, ট্রেনের অবস্থা দেখে ক্ষুব্ধ বিএসএফ জওয়ানরা, ভাইরাল ভিডিয়ো
1,200 BSF jawans deployed for Amarnath Yatra security were to travel from Udaipur to Jammu on Monday, but the train provided was in such poor condition that the personnel refused to travel. A new train has now been arranged.
BSF has now clarified that the BSF officials raised the… pic.twitter.com/8ByMJY7rzE
— Rajdeep Sardesai (@sardesairajdeep) June 11, 2025