
Viral Video: এবার এক অদ্ভুদ ধরনের ভিডিয়ো সামনে এল। যেখানে এক মহিলাকে দেখা যায়, পেট্রোল পাম্পের কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দিতে। গাড়িতে সিএনজি (CNG Gas) গ্যাস ভরাতে এসে পেট্রোল পাম্পের (Petrol Pump) কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ওই মহিলার (Woman)। এরপর তিনি সোজা ওই ব্যক্তির বুকে বন্দুক ধরে তাঁকে হুমকি দিতে শুরু করেন। বলেন, 'এত গুলি করব যে তোমার বাড়ির লোকেরাও তোমার চেহারা দেখে চিনতে পারবে না।'
কী হয়েছিল ঘটনাস্থলে
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদোই (Hardoi) থেকে সম্প্রতি একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে দেখা যায়, হারদোইয়ের একটি পেট্রোল পাম্পে একটি গাড়ি এসে দাঁড়ায়। যেখানে ওই গাড়িতে সিএনজি ভরে দিতে বলা হয়। গ্যাস ভরার সময় ওই গাড়ির সবাইকে নেমে দাঁড়ানোর কথা বলা হয় সেখানকার এক কর্মীর তরফে। যা শুনে ওই গাড়ির প্রত্যেকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পেট্রোল পাম্পের সংশ্লিষ্ট কর্মীর। এরপরই ওই মহিলাকে হুমকি দিতে দেখা যায়। তিনি বলেন, 'এত বুলেট ভরে দেব যাতে তোমায় দেখে কেউ চিনতে না পারে।'
হারদোইয়ের পেট্রোল পাম্পের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।