ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

জলের (Water) মধ্যে ভেসে বেড়াচ্ছে কুমির (Crocodile)। দেখে মনে হচ্ছে প্রাণ নেই তার। আর তাই দেখে কুমিরের দেহের পাশে নৌকা নিয়ে এগিয়ে গেলেন চালক। মরা কুমির ভেবে গায়ে লাঠি ছোঁয়াতেই ঘটল বিপত্তি। আচমকাই নৌকার দিকে তেড়ে এল কুমিরটি। আতঙ্কে দিশেহারা হয়ে পড়লেন নৌকার যাত্রীরা। ভয়ে চিৎকার করে উঠলেন সকলে। আর সেই মুহূর্তের একটি ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘হিয়ারইওরজাম্পস্কেয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মুহূর্তে লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে একটি মস্ত বড় কুমির। দেখে মনে হচ্ছে বেঁচে নেই। তা দেখেই নৌকা নিয়ে তার সামনে যায় একদল যুবক। এরপর কুমিরের গায়ে লাঠি ঠেকান এক যাত্রী। বাকি কয়েকজন মিলে কুমিরটির লেজ ধরতেই লাফিয়ে ওঠে সে। কুমিরের লেজের ঝাপটায় কার্যত উল্টে যেতে বসে নৌকাটি। যদিও কারও কোনও ক্ষতি হয়নি। উল্টে যায়নি নৌকাটি। ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কুমিরটি। এই ভিডিয়োটি শেয়ার করেছেন বহু মানুষ। কেউ কেউ আবার ভিডিয়োটি দেখে ভয়ও পেয়েছেন। ভিডিয়োর কমেন্টে লিখেছেন, "ভিডিয়োটি দেখে আঁতকে উঠলাম।" কেউ আবার লিখেছেন, "জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না।'

জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই? লাঠির খোঁচা দিতেই 'খেলা' দেখাল জলের দানব, ভাইরাল ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by jumpscare.id (@hereyourjumpscare)