JioHotstar Logo (Photo Credit: Diseny+ Hotstar/ X)

Jio Hotstar Subscription Plan: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবং ওয়াল্ট ডিজনি কোম্পানি (Walt Disney Company) মিলে জিওস্টার (JioStar) হওয়ার পর আজ, ১৪ ফেব্রুয়ারি জিও সিনেমা (JioCinema) এবং ডিজনি + হটস্টারকে (Disney+ Hotstar) একত্রিত করে তার নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, জিও হটস্টার চালু হয়েছে। এখানে রিলায়েন্সের ৬০ শতাংশ শেয়ার রয়েছে, যার মধ্যে ১৬ শতাংশ সরাসরি মালিকানা তাদের। এছাড়া ৪৭ শতাংশ ভায়াকম ১৮ মিডিয়া এর মালিক অন্যদিকে ডিজনি পায় ৩৭ শতাংশ শেয়ার। জিওস্টারের চিফ এক্সিকিউটিভ অফিসার-ডিজিটাল কিরণ মণি নিশ্চিত করেছেন যে এই পদক্ষেপের লক্ষ্য নান ধরনের কনটেন্ট দেখানো। তিনি আরও বলেন যে, জিও হটস্টার সকলকে সাবস্ক্রিপশনের প্রয়োজন ছাড়াই তাদের প্রিয় প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছে। তা ক্রিকেট ম্যাচ হোক বা জনপ্রিয় টিভি সিরিজ। Reliance Jio IPO: ২০২৫-এই আসছে ভারতের সবচেয়ে বড় IPO, শেয়ার বাজারে ঝড় আনবে আম্বানির রিলায়েন্স জিও

বাজারে এসে গেল জিও হটস্টার

জিও হটস্টার সাবস্ক্রিপশনের সব খুঁটিনাটি

রিলায়েন্সের জিওস্টার জিও হটস্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছে যা জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টারকে জুড়ে দেয়। ৫০ কোটিরও বেশি ইউজারের ব্যবহারকারী এবং ৩ লক্ষ ঘন্টারও বেশি কনটেন্ট নিয়ে এটি ভারতের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়েছে। এই প্ল্যাটফর্মে এখন 4K স্ট্রিমিং, এবং এআই-ভিউয়িং, রিয়েল-টাইম ওভারলে, মাল্টি-অ্যাঙ্গেলের নানা সুবিধা দেওয়া হবে। এই নতুন পদ্ধতির সাথে, জিওস্টার ভারতের ওটিটি বাজারে জিও হটস্টারকে সবচেয়ে জনপ্রিয় করার চেষ্টা করেছে।

কি কি দেখা যাবে জিও হটস্টারে- এই প্ল্যাটফর্মে ডিজনি, NBCUniversal's Peacock, Warner Bros. Discovery HBO এবং প্যারামাউন্টের নানা কনটেন্ট রয়েছে। এছাড়া আইসিসির মেন ইভেন্ট, আইপিএল, ডব্লিউপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট এখানে দেখা যাবে। এছাড়াও থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ, উইম্বলডন, প্রো কবাডি লিগ এবং আইএসএল।

কি হবে আপনার পুরনো সাবস্ক্রিপশনের- যদি আপনার কাছে আগে থেকে জিওসিনেমা অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তাহলে সেটি সরাসরি জিও হটস্টার সাবস্ক্রিপশন হয়ে যাবে। এছাড়া আপনার কাছে যদি ডিজনি+ হটস্টার অ্যাপ থাকে তাহলে সেটিও সরাসরি জিও হটস্টার সাবস্ক্রিপশন হয়ে যাবে। আপনি যেকোনো অ্যাপ খুলে সব কনটেন্ট দেখতে পারবেন।

কোথায় নেবেন নতুন সাবস্ক্রিপশন- গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে আপনি নতুন ভাবে এই অ্যাপ ডাউনলোড করতে পারেন। এরপর আপনার ফোন নাম্বার দিয়ে আপনি সাইন ইন করতে পারেন এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটি দিয়ে দিলেই আপনার অ্যাপ চালু হয়ে যাবে।

জিও হটস্টারের নতুন সাবস্ক্রিপশনের দাম

-সবচেয়ে সস্তার প্ল্যানটি তিন মাসের জন্য ১৪৯ টাকার বা এক বছরের জন্য ৪৯৯ টাকার। এটি শুধু মোবাইলয়ের জন্য এবং এখান কনটেন্ট দেখতে হলে অ্যাড আসবে।

-এরপরের প্ল্যানটি হল সুপার। যেখানে তিন মাসের জন্য ২৯৯ টাকা অথবা এক বছরের জন্য ৮৯৯ টাকা খরচ করতে হবে। এখানে ইউজার একবারে যে কোনও দুটি ডিভাইসে কনটেন্ট দেখতে পাবে। এখানে আপনি মোবাইল, ল্যাপটপ, ট্যাব এবং টিভি অ্যাপে সব কনটেন্ট অ্যাক্সেস করতে পারবেন। তবে এখানেও কনটেন্ট দেখতে হলে অ্যাড আসবে।

-সবচেয়ে দামী প্ল্যানটির নাম প্রিমিয়াম। এখানে এক মাসের জন্য ২৯৯ টাকা দিতে হবে। তিন মাসের জন্য ৪৯৯ টাকা এবং এক বছরের জন্য ১৪৯৯ টাকা দিতে হবে। এখানে আপনি একসাথে যে কোনও চারটি ডিভাইসে সব কনটেন্ট অ্যাক্সেস করতে পারবেন। এখানে সুবিধা হল এখান কনটেন্ট দেখতে হলে অ্যাড আসবে না।