Representational Image (Photo Credits: Facebook)

Reliance Jio IPO Update: জিও-র আইপিও নিয়ে চর্চা চলছে বহু দিন ধরেই। ২০২৫ সালেই জিও-র আইপিও আনার পরিকল্পনা করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি তাঁর টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও-এর (JIO) প্রাইমারি পাবলিক অফার শীঘ্রই নিয়ে আসতে চলেছে।

রিলায়েন্স জিও-র বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার বা ৮.৪ লক্ষ কোটি টাকা। সংস্থার আইপিও (Reliance Jio IPO) বাজারে আসলে সেটিই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় আইপিও। যার বাজারমূল্য হবে অনুমানিক ১২০ বিলিয়ন ডলার। এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা ৪৭.৯ কোটি। বিপুল পরিমাণ গ্রাহক অধিগ্রহণ করে মুকেশ আম্বানির জিও হয়ে উঠেছে ভারতের সব থেকে বড় টেলিকম সংস্থা।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে জিও-র আইপিও বাজারে আত্মপ্রকাশ করবে বলে কানাঘুষো খবর জানা যাচ্ছে। ২০১৯ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, তিনি আগামী পাঁচ বছরের মধ্যে তাঁর টেলিকমিউনিকেশন কোম্পানি এবং খুচরো কোম্পানিকে শেয়ার বাজারের তালিকাভুক্ত করতে চান। আম্বানির সেই ঘোষণার পর থেকেই লক্ষ লক্ষ গ্রাহক এবং বিনিয়োগকারী অপেক্ষায় থেকেছেন। যদিও আম্বানি কিংবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে এই বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।