Techie Dies By Suicide (Photo Credit: X)

নয়াদিল্লি: হায়দরাবাদে ৩৫ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিয়ের মাত্র ছয় মাসের মধ্যে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দেবিকা তাঁর হায়দরাবাদের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

সূত্রে খবর, ছয় মাস আগে গোয়ায় জমকালো অনুষ্ঠান করে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তাঁর স্বামী সতীশও একজন প্রযুক্তিবিদ। দেবিকার মৃত্যুর পর তাঁর পরিবার অভিযোগ করেছে যে সতীশ তাঁকে যৌতুকের জন্য নির্যাতন করত, দেবিকা মানসিক চাপ থেকেই আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন।