Wedding Representative Photo (Photo Credits: X)

ইন্দোর, ১৭ মার্চ: নিজের জীবিত মেয়ের পিণ্ডদান করল পরিবার।  মেয়ে নিজের পছন্দমত পাত্রকে বিয়ে করায়, তাঁর অস্তিত্ত্ব পরিবার থেকে মুছে দিল পরিবার। মেয়ের অস্তিত্ত্বকে অস্বীকার করে, তাঁকে মৃত বলে মনে করে পিণ্ডদান করা হয় মধ্যপ্রদেশের (Mdhya Pradesh) উজ্জয়িনের (Ujjain) এক পরিবারের তরফে।

ফ্রি প্রেস জার্নালের খবর অনুযায়ী, মেঘা নামে এক তরুণী পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করেন। মেঘা যে পাত্রের সঙ্গে সংসার বাঁধতে চান, তাঁকে কোনওভবেই পছন্দ করত না ওই তরুণীর পরিবার। ফলে বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে  গিয়ে অন্য জাতের ছেলেকে বিয়ে করায়, তাঁকে ত্যাজ্য কন্যা করা হয়। এমনকী, বিয়ের পর মেঘার জীবদ্দশাতেই তাঁর পিণ্ডদান করে উজ্জয়িনের ওই পরিবার।

শুধু তাই নয়, মেঘা কোথায় গিয়েছেন, সে বিষয়ে খোঁজ করতে থানায় 'মিসিং রিপোর্টও' করা হয় পরিবারের তরফে। মেঘার পরিবারের 'মিসিং রিপোর্টের' ভিত্তিতে পুলিশ খোঁজ শুরু করে। অবশেষে মেঘাকে থানায় ধরে আনা হয় তাঁর স্বামীর সঙ্গে।

মেয়ের বিয়ে মেনে নিতে না পেরে, তাঁকে পরিবার অস্বীকার করে। এরপর গোটা গ্রামের সামনে মেয়ের পিণ্ডদান করে পরিবার। সারা হয় তাঁর শ্রাদ্ধের অনুষ্ঠানও। শ্রাদ্ধের অনুষ্ঠানের জেরে মেঘার পরিবারের পুরুষ সদস্যরা মস্তক মুণ্ডন করেন। এরপর গ্রামে শান্তি ভোজের আয়োজন করা হয়।  মেঘার পরিবারের ওই কীর্তিতে কার্যত অবাক হয়ে যায় প্রায় গোটা গ্রাম।