Ranveer Allahbadia (Photo Credit: Instagram)

সুপ্রিম কোর্টের শতর্সাপেক্ষে অনুমতি পাওয়ার পর পডকাস্ট নিয়ে ফিরছেন বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটার রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)।  রণবীরের পডকাস্ট শোয়ের উপর থেকে সরিয়ে নেওয়া হল সেই নিষেধাজ্ঞা।। ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট'-এ মা-বাবার মধ্যে যৌনতা নিয়ে অশালীন মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠার পর 'দ্য রণবীর শো'-র উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার জীবনযাপনের জন্য এই শো ফের চালু করতে দেওয়া হোক, এমন দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রণবীর। শেষ পর্যন্ত তাঁর রুটি-রোজগারের কথা ভেবে রণবীর এলাহবাদিয়া-কে তার পডকাস্ট শুরুর করার শর্তসাপেক্ষে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। রণবীরকে ফের পডকাস্ট করতে দেওয়ার জন্য যে শর্তগুলি দিয়েছে শীর্ষ আদালত সেগুলি হল- শালীনতা, নৈতিকতার কথা মাথায় রাখা।

রুটিরুজির কথা ভেবেই রণবীরকে শর্তসাপেক্ষে পডকাস্ট অনুমতি

রণবীর সুপ্রিম আবেদনে জানিয়েছিলেন, এই পডকাস্ট শো-টিই তাঁর রোজগারের একমাত্র মাধ্যম ও তার এই সংস্থায় ২৮০ জন কর্মীরা সরাসরিভাবে যুক্ত। তাই শো করতে না পারলে তাদের জীবন চালানো খুবই কঠিন হয়ে যাবে। এই কথা মাথায় রেখে মানবিক দিক বিবেচনা করে রণবীরকে শোয়ের অনুমতি দেওয়া হল।

কবে আসছে রণবীরের পডকাস্ট

এদিকে, শীর্ষ আদালতের অনুমতি পেয়েই চলতি সপ্তাহেই তার পডকাস্ট শো নিয়ে ফিরতে পারেন রণবীর। আর কামব্যাক শো-তে রণবীরকে ফের ক্ষমতা চাইতে ও আত্মপক্ষ সমর্থন করতে দেখা যাবে বলে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা।