
মুম্বই, ৪ মার্চ: মাহিরা শর্মা (Mahira Sharma) কি মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে ডেট করছেন? এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ছড়াতে শুরু করেছে। মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বিগ বস ১৩-র প্রাক্তন প্রতিযোগী মাহিরা শর্মা। মাহিরা বলেন, তাঁর কারও সঙ্গে কোনও সম্পর্ক নেই। এরকম কোনও সম্পর্ক তাঁর সঙ্গে সিরাজের নেই বলেও মাহিরা জানান। শুধু তাই নয়, অনুরাগীরা যে কোনও কারও সঙ্গে যাঁকে তাঁকে জুড়ে দিতে পারেন। তাতে কারও কিছু করার থাকে না। অনুরাগীরা কার ছবির সঙ্গে কার মুখ বসিয়ে দিচ্ছেন এডিট করে, তাতে কারও কিছু করার নেই। তাই এসব নিয়ে তিনি কখনও মাথা ঘামান না বলে স্পষ্ট জানান মাহিরা শর্মা।
প্রসঙ্গত গত মাসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, মাহিরা শর্মা এবং মহম্মদ সিরাজ ডেট করছেন। তাঁরা নিজেদের সম্পর্ককে গোপণে রেখেছেন বলেও জানানো হয়। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হলে, এবার তার পালটা জবাব দেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী।