চেন্নাই, ২৬ মে: চিপকে 'করব লড়ব জিতব রে'। বোলারদের ঝড়ে আইপিএল জেতার কাছে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ ১০ বছর আইপিএল খেতাব জিততে হলে নাইট রাইডার্সের চাই ১১৪ রান। কলকাতা জুড়ে ঝড় নিয়ে আতঙ্কের মাঝে আইপিএল নিয়ে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করল সান রাই়জার্স হায়দরাবাদ। অবিশ্বাস্য বোলিং করলেন বেগুনি জার্সির বোলাররা। কামিন্সদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। চিপকে নাইটদের যত জন বল করলেন সবাই উইকেট পেলেন। আন্দ্রে রাসেল নিলেন ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট, স্টার্ক ও হর্ষিত রানা ২টি করে।রবিবার সন্ধ্যায় আইপিএলের ফাইনালে চিপকে কেকেআর-এর বোলাররা অবিশ্বাস্য বোলিং করলেন। মিচেল স্টার্ক, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল-দের ঝড়ে চলতি আইপিএলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মত ভেঙে পড়ল। প্রথম বল থেকেই মিচেল স্টার্ক দাপট দেখাতে শুরু করেন। ঠিক যেমন হয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে আমেদাবাদে। স্টার্ক প্রথম ওভারেই আউট করেন সান রাইজার্সের ওপেনার অভিষেক শর্মা (০)-কে। এরপরের ওভারেই সানদের সবচেয়ে বড় ধাক্কা দেন বৈভব আরোরা। আরও পড়ুন-ফাইট দীপা ফাইট মন্ত্রে ইতিহাস, প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্সশিপে সোনা ত্রিপুরার জিমন্যাস্ট দীপা কর্মকারের
দেখুন খবরটি
Time for the ultimate 𝗰𝗵𝗮𝘀𝗲! 👊 pic.twitter.com/3qYRtIiLgu
— KolkataKnightRiders (@KKRiders) May 26, 2024
বৈভব আউট করেন কমলা জার্সির অজি তারকা ট্রাভিস হেড (০)। এরপর আর কলকাতাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ৬ রানে ২ উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেননি প্যাট কামিন্স-রা। প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠি (০) থেকে নীতীশ রেড্ডি (১৩), হেনরিক ক্লাসেন (১৬) থেকে আইডেন মার্করাম (২০)-রা একেবারেই লড়তে পারেনি। শেষের দিকে প্যাট কামিন্স ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলে না দিলে একশোর গণ্ডি টপকাতে পারত না হায়দরাবাদ।
শরীর সারিয়ে হাজির শাহরুখ খান
king @iamsrk is cheering for KKR with his queen. pic.twitter.com/Z7AEPfVIB5
— Nidhi (@SrkianNidhiii) May 26, 2024
কেকেআর-কে চলতি আইপিএলে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। ফাইনালে এসে শাহরুখ খানের দল যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে।