AAP MP Swati Maliwal, YouTuber Dhruv Rathee (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৬ মেঃ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। ঘটনার তিনদিন পর দিল্লি পুলিশের (Delhi Police) কাছে এফআইআর দায়ের করেন স্বাতী। সাংসদের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে বৈভবকে। আদালরের নির্দেশে এখন জেল হেফাজতে রয়েছেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। এরই মাঝে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (YouTuber Dhruv Rathee) নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ১৩ মে কেজরিওয়ালের বাসভবনের ঘটনার বিশ্লেষণ করে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেই ভিডিয়োর জেরে লাগাতার ধর্ষণ এবং খুনের হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুললেন আপ সাংসদ। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের অভিযোগ, ইউটিউবার ধ্রুব ওই ভিডিয়োতে ঘটনার 'একতরফা' বিবরণ দিয়েছেন। যার ফলে নেটিজেনদের রোষের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে গেলে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বৈভব কুমার (Bibhav Kumar) স্বাতীকে মারধর করে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন সাংসদ। যদিও আম আদমি পার্টির তরফে সেই সমস্ত অভিযোগ 'মিথ্যা' দাবি করে ঘটনার দিনের মুখ্যমন্ত্রী আবাসের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। এও দাবি করা হয়, কোনরকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এদিন স্বাতী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে হাজির হন। তাঁকে বাধা দেওয়া সত্ত্বেও তিনি কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করার জেদ ধরেন। আপ নেতৃত্বের অভিযোগ, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়া আপ আহ্বায়ককে ফাঁসাতে স্বাতীকে ব্যবহার করে বিজেপি এই গোটা ঘটনাটি ঘটিয়েছে।

স্বাতীর টুইট... 

নিজের ভিডিয়োতে আপের শেয়ার করা সিসিটিভি ফুটেজের সঙ্গে স্বাতীর করা অভিযোগের ফারাক খুঁজে বের করার চেষ্টা করেছিলেনে ইউটিউবার ধ্রুব (Dhruv Rathee)। আর সেই ভিডিয়ো প্রকাশ পাওয়ার পর থেকে ধর্ষণ, খুনের হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুললেন স্বাতী। কিছু স্ক্রিনশর্ট শেয়ার করে ইউটিউবারের উদ্দেশ্যে আপ সাংসদ এক্স হ্যান্ডেলে লেখেন, ইউটিউবার ধ্রুব রাঠি ঘটনার 'একতরফা' বিশ্লেষণ করেছেন। নিজের দিকটা ইউটিউবারকে জানানোর জন্যে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন স্বাতী। ইউটিউবারের নিন্দায় সাংসদের আরও সংযোজন, নিজেকে স্বাধীন সাংবাদিক হিসাবে পরিচয় দেওয়া ধ্রুব এখন আপ মুখপাত্র হিসাবে কাজ করছেন।