কলকাতাঃ কোভিশিল্ডের পর এ বার পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনেও। হ্যাঁ, সম্প্রতি একটি গবেষণায় তাই উল্লেখ করা হয়েছে। এই গবেষণায় দাবী করা হয়েছে, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। জানা গিয়েছে, যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাঁদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা অন্যান্যদের থেকে বেশি।

এই রিপোর্টে জানানো হয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যাল্যের তরফে ১০২৪ জন কে নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ২৯১ জন প্রাপ্তবয়স্ক ও বাকি ৬৩৫ জন সদ্য কৈশোরে পা দিয়েছেন। প্রায় এক বছর ধরে এই গবেষণা চালানো হয়। এদের মধ্যে ৩০৪ জন কিশোর-কিশোরী এবং ১২৪ জন প্রাপ্তবয়স্কের (৪২.৬ শতাংশ)শ্বাসযন্ত্রে ভাইরাল সংক্রমণ দেখা দিয়েছিল। এ ছাড়া ৬৩৫ জন কিশোর-কিশোরীর ১০.০৫ শতাংশের ত্বকের নানা রোগ দেখা দিয়েছে। প্রাপ্তবয়স্কদের ৫.৮ শতাংশ স্নায়ুজনিত রোগের শিকার। পেশি এবং হাড় সম্পর্কিত রোগেও ভুগছেন তাঁরা। উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য, বলা হচ্ছে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে কোভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া আরও মারাত্মক।