Meta (Photo Credits: ANI)

চার মাসের মধ্যে ফের টেক জায়েন্ট মেটায় কর্মী ছাঁটাই। নভেম্বরে ১১ হাজারের পর এবার আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করল ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা। দ্বিতীয় রাউন্ডে কোম্পানির আরও দশ হাজার কর্মীকে বহিষ্কার করল মেটা। গত নভেম্বরে প্রথম দফায় ১১ হাজারের মত কর্মীকে তাড়িয়ে দিয়েছিল মেটা।

মেটার সিইও মার্ক জুকেরবার্গ জানালেন, " আমরা সিদ্ধান্ত নিয়েছি টিম ছোট করার। আমাদের টিম দশ হাজারে নামিয়ে আনা হল। ফাঁকা থাকা ৫ হাজার পদেও নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে না বলে জুকেরবার্গ জানান। আরও পড়ুন-চলন্ত গাড়ির পিছন থেকে রাস্তায় টাকার পর টাকা উড়িয়ে দিচ্ছেন ব্যক্তি, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

আর্থিক ক্ষতি কমাতেই এই কর্মী ছাঁটাই বলে জানা গিয়েছে। জানুয়ারী থেকেই মেটা চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গের তরফ থেকে জানানো হয়েছিল এই ছাঁটাইয়ের ব্যাপারে। সংস্থাকে আরো কার্যকরী করতে ছাঁটাই প্রক্রিয়া যে জরুরী তা বুঝিয়ে ছিলেন তিনি।

প্রথমে এই সপ্তাহে কোম্পানির রিক্রুটিং ডিভিশন, এরপর এপ্রিলে টেকনিক্যাল ডিভিশন এবং মে মাসে নন টেকনিক্যাল ডিভিশনে ছাঁটাই প্রক্রিয়া চলবে বলে জানা গেছে মেটার এক কর্তাব্যক্তির কাছ থেকে। গত নভেম্বর মাসে সংস্থার তরফে প্রায় ১১ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হয়। যা মেটা কর্মচারীদের ১৩ শতাংশ। কোভিডের কারণে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে যাওয়ার কারনে অনেক কর্মচারীকে সেই সময় নেওয়া হয়েছিল সংস্থায়। সূত্রের মতে এই সময়ে ১৫৩২ টি প্রযুক্তি সংস্থা মোট ২,৮৯,৬১৩ জনকে ছাঁটাই করেছে। তবে শুধু মেটা নয়, অ্যামাজন, টুইটার এবং গুগল-এর মত বহুজাতিক সংস্থাও কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে